বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৭ আসনের উদ্যোগে বৃহস্পতিবার (০৩ জুলাই) দুপুরে ‘জুলাই–আগস্ট’ গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ঐতিহ্যবাহী সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।


ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক জনাব আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত খাবার বিতরণ পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি জনাব দেলাওয়ার হোসেন এবং ঢাকা-৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, এফবিসিসিআই-এর সাবেক পরিচালক হাফেজ হাজী এনায়েত উল্লাহ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার জনাব শাহ আলম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ড. শামীমুল বারী এবং লালবাগ, চকবাজার, বংশাল ও কোতোয়ালী থানার আমীর, সেক্রেটারি ও অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।