বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আজ রাজধানী ঢাকার কদমতলী এলাকায় ডেঙ্গু মশার প্রাদূর্ভাবে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে মশারী বিতরণ করা হয়। কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহা. দেলাওয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অসহায় ছিন্নমূল মানুষের মাঝে মশারী বিতরণ করেন।
কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কদমতলী পশ্চিম থানা আমীর মহীউদ্দীন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য শাহীন আহমদ খান, কদমতলী পশ্চিম থানা সেক্রেটারি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ কবিরুল ইসলাম, মুহাম্মদ গিয়াস উদ্দিন, ডা: আবুল হাশেম প্রমূখ নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মুহা. দেলাওয়ার হোসেন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই জামায়াতে ইসলামী সারাদেশে মানুষের পাশে থেকে নানাবিধ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আমরা সব সময় বাংলাদেশকে সুখি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখি। সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হলে দেশের কোন মানুষই বঞ্চিত থাকবে না। ধনী-গরিবের বৈষম্য ও ভেদাভেদ মুক্ত দেশ গড়াই আমাদের লক্ষ্য। যেখানে সকল নাগরিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা হবে। দীর্ঘদিন যাবৎ দেশের জনগণ কোভিড পরিস্থিতি মোকাবেলা করছে এর সাথে আবার যুক্ত হয়েছে ডেঙ্গু মহামারী। এমতাবস্থায়ও জামায়াত মানুষের পাশে থেকে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে মানবতার কল্যাণে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহবান জানান।