রাজধানীর বেইলী রোডের কাচ্ছি ভাই রেস্টুরেন্ট ভবনে গতকাল ২৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে বাংলাদেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও সহকারী সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমদ খান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ অগ্নি দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবার-পরিজন ও যারা আহত হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য যে, এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৪৪ জন মানুষের প্রাণহানি হয়। নিহত ও আহতদের স্বজনদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে গেছে। ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় মানুষের জানমালের যে ক্ষয়-ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।