১৯ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বংশাল থানার ইউনিট দায়িত্বশীল সমাবেশ শনিবার (১২ জুলাই) রাতে অনুষ্ঠিত হয়েছে। থানা আমীর মো. মাহবুবুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও চকবাজার-বংশাল জোনের পরিচালক দেলাওয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন চকবাজার-বংশাল জোনের সহকারী পরিচালক এস. এম. আহসান উল্লাহ।




বংশাল থানা সেক্রেটারি নুর আলম সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য মাওলানা জসিম উদ্দিন মজুমদার, মাওলানা আলমগীর হোসেন আরিফ, ছালাহ উদ্দিন, মাওলানা আসাদ উল্লাহ, মাওলানা সুলতান মাহমুদ, শাহজাহান খানসহ ওয়ার্ড ও ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ।